• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

দুধের সর ঠোঁটে লাগান, আর বসে বসে জাদু দেখুন

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

  ২৭ ডিসেম্বর ২০২০, ১৪:৫৭
Symbolic image
প্রতীকী ছবি

ঠোঁটের কালচে ভাব নিয়ে অনেকেই চিন্তিত। সাধারণত যারা ধূমপান করেন তাদের ঠোঁটে কালচে দাগ-ছোপ হয় বেশি। তবে ধূমপান না করেও অনেকের ঠোঁটে আছে কালচে দাগ। সূর্যের ইউভি রশ্মি, ধূমপান, অ্যালার্জি, বেশি মাত্রায় চা-কফি পান, বয়স কিংবা হরমোনাল ইমব্যালান্সের কারণেও ঠোঁটে কালচেভাব আসে।

ঘরোয়া উপায়ে এই সমস্যা দূর করা সম্ভব।

যা করবেন

ঘুমাতে যাওয়ার আগে ঠোঁটে অলিভ অয়েল মাসাজ করুন।

ঠোঁটে সরাসরি লিপস্টিক লাগাবেন না। লিপস্টিক লাগানোর আগে লিপ বাম নিন।

ঠোঁটে মেলানিন থাকে না। তাই রোদে ঠোঁট বেশি পোড়ে। রোদে বেরনোর সময় এসপিএফ ১৫ লিপ বাম লাগান।

ঠোঁটের কালো ছোপ দূর করতে লেবু বেশ উপযোগী। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে পাতি লেবুর রস ঠোঁটে লাগান।

ঠোঁট সবসময় ময়েশ্চারাইজড রাখুন। শিয়া বাটার, কোকো বাটার, ভিটামিন এ এবং ই, বি ওয়্যাক্স, আমন্ড, নারকেল তেল কিংবা ডাইমেথোকোনের মতো উপাদান রয়েছে এমন লিপ বাম ব্যবহার করুন।

অ্যালোভেরা, দুধের টাটকা সর ও চন্দন ঠোঁটের কালচেভাব দূর করে।

বিট, গাজর, শসা বা বেদানার রসও ঠোঁটের জন্য উপকারী।

সূত্র- নিউজ এইটিন

জিএ

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘দুজনের ঠোঁট তো একইরকম’
ঠোঁট সার্জারি নিয়ে মুখ খুললেন আয়েশা টাকিয়া (ভিডিও)
X
Fresh